রাজনীতি

জরুরিভিত্তিতে সব সংকটের সমাধান প্রয়োজন: জিএম কাদের

বিরোধীদলীয় নেতা, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সমাজে বৈষম্য আজ প্রকট আকার ধারণ করেছে। জরুরিভিত্তিতে এসব সংকটের সমাধান প্রয়োজন।’

শুক্রবার (১৫ মার্চ) বিকেলে ঢাকা শেরাটন হোটেলে কূটনীতিকদের সম্মানে জাতীয় পার্টি চেয়ারম্যানের দেওয়া ইফতার মাহফিলে এসব কথা বলেন জিএম কাদের।

তিনি বলেন, ‘বিশ্ব আজ এক ভয়াবহ সংকট অতিক্রম করছে। হিংসা, বিদ্বেষ, অসহযোগিতা, অসহনশীলতা, অন্যায্যতা, অমানবিকতায় পূর্ণ আমাদের বিশ্বব্যবস্থা। মানুষ হত্যার মত জঘন্য অপরাধ দিন দিন বেড়েই চলেছে ‘

গাজা ভূখণ্ডে একটি মর্মস্পর্শী দুঃখজনক ঘটনা ঘটে চলেছে মন্তব্য করে তিনি বলেন, ‘দীর্ঘ বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সহিংসতায় অসংখ্য নিরপরাধ মানুষ, নারী, শিশু হতাহতের শিকার হচ্ছে। তাদের অবর্ণনীয় দুঃখ দুর্দশা ও অসহায় অনিশ্চিত জীবনযাপনের হৃদয় বিদারক ঘটনার ছবি ও বর্ণনা প্রতিদিন প্রকাশিত হচ্ছে।’

এসময় উপস্থিত ছিলেন আমেরিকান দূতাবাসের চার্জ দে অ্যাফেয়ার্স হেলেন লাফাভ কানাডিয়ান রাষ্ট্রদূত, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, সিঙ্গাপুরের কনস্যুল শিলা পিল্লাই, যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি কাউন্সিলর (পলিটিক্স অ্যান্ড ইকোনমি) আরতুরো হাইন্স, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ার, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস, ডেপুটি চিফ অব পার্টি লেসলি রিচার্ডস, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, সুইজারল্যান্ড দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর ইরোজ রাব্বানী, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, নেদারল্যান্ডসের ফাস্ট সেক্রেটারি মি. কোর এবং পলিটিকাল এনালিস্ট মিস নামিয়া আকতার, থাইল্যান্ডের ডেপুটি রাষ্ট্রদূত এবং রাশিয়ার পলিটিকাল কাউন্সিলর, ডিফেন্স অ্যাটাসে এবং আলজেরিয়ার অ্যাম্বাসেডর, ভারতীয় দূতাবাসের মিনিস্টার কাউন্সিলের রাজেশ অগ্নিহোত্রী এবং দূতাবাসের নেভাল চিফ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, বিকল্প ধারার মহাসচিব মেজর অব. আব্দুল মান্নান। বিশিষ্ট শিক্ষাবিদ ড. আসিফ নজরুল, ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার প্রমুখ।

জাতীয় পার্টির নেতাদের মধ্যে সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, ফখরুল ইমাম, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সৈয়দ মো. আবদুল মান্নান, মাহমুদুল ইসলাম চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী (অব.) এমপি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া, মিজানুর রহমান, নাজমা আক্তার, সৈয়দ দিদার বখত, লিয়াকত হোসেন খোকা, এমরান হোসেন মিয়া, মোস্তফা আল মাহমুদ, আতিকুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, জহিরুল আলম রুবেল, শেরীফা কাদের, একেএম মোস্তাফিজুর রহমান এমপি, শফিকুল ইসলাম জিন্নাহ এমপি, ভাইস চেয়ারম্যান নুরুন্নাহার বেগম এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা। সূত্র: বাংলা ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *