চট্টগ্রাম-১৫ আসনে এম এ মোতালেব হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে দলীয় মনোনয়ন পাননি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি।
ফলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। রোববার (২৬ নভেম্বর) রাত ১০ টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই বলেছেন। সেই অনুযায়ী দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিবেন এম মোতালেব সিআইপি।
তিনি দীর্ঘদিন যাবত লোহাগাড়া- সাতকানিয়া আসনের জনগণের পাশে থেকে বিভিন্ন সময়ে উৎসবে বা দুর্যোগে সহযোগিতা করেছেন। এলাকার মানুষজন তাঁকে এমপি হিসেবে দেখতে চায়। তিনি নির্বাচিত হলে এই আসনে পরিকল্পিতভাবে উন্নয়ন করবেন।
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।