স্কুলছাত্রকে জিম্মি করে হাতিয়ে নিল গয়না-টাকা, ৫ বখাটে কারাগারে
চট্টগ্রাম নগরে সপ্তম শ্রেণির এক কিশোরকে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা ও মায়ের গয়না হাতিয়ে নেওয়ার ঘটনায় ৫ বখাটে তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের ঠাঁই হয়েছে কারাগারে।
বুধবার (১৫ মে) রাতে নগরের পাহাড়তলী চালের গুদামের গলি থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে স্কুলছাত্রের মায়ের করা মামলায় গ্রেফতার পাঁচজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- মো. রাকিব, মো. সাকিব, মো. সালমান, মো. জাহিদ ও মো. বাবু। তাদের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। সবার বাসা নগরের সরাইপাড়া এলাকায়। এর মধ্যে রাকিবের নামে ডাকাতির প্রস্তুতির তিনটি মামলা রয়েছে।
নগর পুলিশের উপকমিশনার (পশ্চিম) নিহাদ আদনান তাইয়ান বলেন, নগরের একটি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রের সঙ্গে তার এক সহপাঠীর সম্পর্ক হয়। বিষয়টি জানতে পারে ওই এলাকার স্কুলছাত্রটির পূর্বপরিচিত কিছু তরুণ। তারা বিষয়টি ওই ছাত্রের অভিভাবককে বলে দেওয়ার হুমকি দেন। ওই ছাত্র না জানানোর অনুরোধ করলে তারা তিন লাখ টাকা দাবি করেন। ভয় পেয়ে ওই কিশোর বাসা থেকে চুরি করে মায়ের সোনার চেইন, তিনটি সোনার আংটি, এক জোড়া কানের দুল ও দুটি রুপার চেইন নিয়ে তাদের হাতে তুলে দেয়। এরপর দফায় দফায় বাসা থেকে চুরি করে আরও আড়াই লাখ টাকা তাদের হাতে দেয়। কিন্তু রাকিব-সাকিবসহ তরুণেরা আরও টাকা দাবি করলে ওই কিশোর আর টাকা দিতে পারবে না জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পুলিশ কর্মকর্তা আরও বলেন, বুধবার স্কুল ছুটির পর ওই ছাত্রকে ছুরির ভয় দেখিয়ে একটি সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যান তরুণেরা। পরে তার মায়ের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে জবাই করে মেরে ফেলা হবে বলে জানান। পুলিশকে বিষয়টি জানানো হলে অভিযান চালিয়ে পাহাড়তলী চালের গুদামের গলি থেকে রাকিব ও সাকিবকে ধরে ফেলে। উদ্ধার করা হয় ওই ছাত্রকে। পরে জড়িত আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। স্কুলছাত্রের নানী মারা যাওয়ায় মা কিছুদিন বাসায় না থাকার সুযোগে বাসা থেকে চুরি করে স্বর্ণালংকার ও নগদ টাকা তুলে দেয়। স্কুলছাত্রের মায়ের করা মামলায় গ্রেফতার পাঁচজনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।