হাটহাজারীতে মন্দির পাহারায় মাদ্রাসা ছাত্র
হাটহাজারীতে মন্দির ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় কওমি মাদ্রাসার ছাত্র ও বিএনপি কর্মীরা রাত জেগে পাহারা দিয়েছেন।
সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দু মন্দিরে হামলার ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়লে, হাটহাজারী বড় মাদ্রাসার ছাত্ররা স্থানীয় শ্রী শ্রী সীতাকালী মন্দিরের নিরাপত্তার দায়িত্ব নেয়। তারা মন্দিরের পাশাপাশি হাটহাজারী মডেল থানা ও বাজারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও পাহারা বসায়।
একজন মাদ্রাসা ছাত্র জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রতিটি থানায় মন্দির রক্ষার জন্য টিম গঠন করা হয়েছে। তারা যেকোনো হিন্দু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত।
স্থানীয় ব্যবসায়ীরা মাদ্রাসা ছাত্রদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এম আলী মার্কেটের ব্যবসায়ী কুতুবউদ্দিন নওশাদ একুশে পত্রিকাকে জানান, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এ বাজারে রাত জেগে পাহারা দেয়াতে আমরা ব্যবসায়ীরা বাসায় গিয়ে একটু নিশ্চিতে ঘুমাতে পারছি।
মন্দিরের পূজারী চন্দন নাথ বলেন, কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা সারারাত জেগে থেকে আমাদের মন্দির পাহারা দিচ্ছে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপদ রাখছে। আমরা মুসলিম ভাইদের ঈদে দাওয়াতে যাই। আবার তারাও আমাদের বিভিন্ন উৎসবে দাওয়াতে আসেন।
অন্যদিকে, বিএনপি নেতা মীর হেলালের নির্দেশে তার অনুসারীরা নন্দীরহাট এলাকায় মন্দির পাহারা দিয়েছেন বলে জানা গেছে।