পার্বত্য চট্টগ্রাম

গণমাধ্যমে হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

দেশের বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুরসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির রাঙামাটি জেলার সভাপতি ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে অফিসে হামলা, ভাঙচুরসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশের যে কোন ঘটনা, দুর্যোগসহ নানান ঘটনাবলী অত্যন্ত ঝুঁকির নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে গণমাধ্যম। কিন্তু কারো বিপক্ষে গেলেই তারা গণমাধ্যমকর্মীদের হামলার পাশাপাশি অফিসেও ভাঙচুর চালাচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে গণ্য করা হয়। কিন্তু সবসময় দুর্বৃত্তরা গণমাধ্যমে ওপর হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে।

বক্তারা গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *