চট্টগ্রাম

দোকানে ঢুকে পড়ল ইটবোঝাই ট্রাক, নিহত ১

নগরের শাহ আমানত সেতুর গোলচত্বরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে একজন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম বিকাশ চৌধুরী (২৪)।

তিনি একজন বাসের হেলপার বলে জানা গেছে। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে (চমেক) ভর্তি ৫ জনের পরিচয় জানা গেছে। এরা হলেন, এখলাছুর রহমান (৬০), মো. নিজাম (২৩), মো. রফিক (৪০), মো. মতিয়ার (৪৫) ও কাঞ্চন মোল্লা (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেতু পার হয়ে শহরমুখী ইটবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি অটোরিকশা ও পথচারীদের ধাক্কা দিয়ে দোকানে ঢুকে পড়ে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলের ভেতর ঢুকে যায়। হতাহতদের উদ্ধারের পর ট্রাকটি রেকার দিয়ে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাতে চাক্তাই গোল চত্বর এলাকায় দুর্ঘটনায় আহত অবস্থায় ১৭ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে একজন মারা গেছেন। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *