চট্টগ্রাম

অস্বাস্থ্যকর পরিবেশ, বেকারি ও মুড়ির কারখানাকে জরিমানা

নগরের কোতোয়ালী থানার বক্সিরহাট এলাকায় বেকারি ও মুড়ির কারখানাসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মজুদ ও বিক্রির অপরাধে এসব প্রতিষ্ঠানকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এরমধ্যে তামুর ফুডস বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ২ লাখ টাকা এবং শ্রী দুর্গা মুড়ি কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে পরিচালনা করেন। অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *