আন্তর্জাতিক

আজ বিশ্ব পানি দিবস

আজ ২২ মার্চ (শুক্রবার), বিশ্ব পানি দিবস। এবারের পানি দিবসের প্রতিপাদ্য ‘ওয়াটার ফর পিস’ বা ‘শান্তির জন্য পানি’। বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

মূলত পানির গুরুত্বকে তুলে ধরতেই এই দিবস। জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী প্রতি বছর ২২ মার্চ ‘বিশ্ব পানি দিবস’ পালন করা হয়। ১৯৯২ সালে ব্রাজিলের রিওতে এ প্রস্তাব গ্রহণ করা হয়। সেখানে পানিসম্পদের জন্য একটি বিশেষ দিন ঘোষণার দাবি তোলা হয়। ১৯৯৩ সালে প্রথম বিশ্ব পানি দিবস পালিত হয়। এরপর থেকে দিবসটির গুরুত্ব ক্রমেই বাড়তে থাকে।

এদিকে পানি দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

বিশ্ব পানি দিবস উদ্‌যাপন উপলক্ষে সকাল ১০টায় পানি ভবন থেকে সার্ক ফোয়ারা র‍্যালি বের করা হয়েছে। বেলা ১১টায় পানি ভবনের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। এতে উপস্থিত রয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *