কক্সবাজারচট্টগ্রাম

উখিয়ায় এক লাখ ইয়াবাসহ আটক ২

কক্সবাজার: জেলার উখিয়ায় এক লাখ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটকরা হলেন উখিয়ার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের ছেলে আজিজুর রহমান (২১) ও টেকনাফের হোয়াইক্যংয়ের পূর্ব মহেশখালীয়া পাড়ার সুলতান

আহমদের ছেলে শফিকুল ইসলাম। এরআগে, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী এলাকার নুর হোসাইনের বসতবাড়িতে অভিযান চালানো হয়।

র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, পালংখালীর গয়ালমারা এলাকায় মাদক কারবারিরা ইয়াবা বিক্রির জন্য অবস্থান করার খবরে অভিযান চালানো হয়। র‍্যাব সদস্যদের অবস্থান টের পেয়ে কারবারিরা কৌশলে পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। পরে তাদের তথ্য মতে আজিজুর রহমানের বসতঘর থেকে এক লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *