টেকনাফে ২৯ কেজি স্বর্ণ নিয়ে মিয়ানমারের ২ নাগরিক ধরা
টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ২৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার ও ২৬ হাজার টাকা উদ্ধার করেছে বিজিবি। এ সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করা হয়েছে।
আটককৃতরা হল- উখিয়া ১৩ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত লিয়াকত আলীর ছেলে ইয়াহিয়া খান (৪৫) ও মিয়ানমার মংডু এলাকার মৃত মীর আহমেদের ছেলে আনোয়ার সাদেক (৪০)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, রবিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফের ফুলের ডেইল গ্রামে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা স্বর্ণের একটি বড় চালান বাড়িতে লুকায়িত রাখে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় সন্দেহভাজন দুইজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ব্যাগের ভেতর থেকে ২৮ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ২৯ কেজি ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং ২৬ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণালংকার ও টাকা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি শাখায় জমা রাখা হবে। আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।