দেশে নির্বাচনের জোয়ার বইছে: মোমেন
কে ভোটে আসলো আর কে আসলো না তা দেখার বিষয় নয় মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, দেশে এখন নির্বাচনের জোয়ার বইছে।
বুধবার সিলেঠে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, বিদেশিরা সঙ্গে থাকুক না থাকুক, দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটে লড়তে এদিন সিলেট-১ আসনে নৌকার মনোনয়ন জমা দেন পররাষ্ট্রমন্ত্রী একে মোমেন।
সকাল ১১ টার দিকে সিলেট জেলা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি মেয়রকে সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
সিলেট শহর নিয়ে গঠিত সিলেট-১ (সাবেক সিলেট-৮) আসনকে ভিআইপি আসন বলা হয়। স্বাধীনতার পর থেকে এই আসনে যে দলের প্রার্থী বিজয়ী হয়েছে, সে দলই সরকার গঠন করেছে।
বিখ্যাত সুফি দরবেশ ও ধর্ম প্রচারক হযরত শাহজালাল ও শাহপরানের মাজার এলাকা গঠিত এ আসনে দীর্ঘদিন সংসদ সদস্য ছিলেন সাবেক স্পিকার ও দুই দুই অর্থমন্ত্রী। এরা হলেন সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সাইফুর রহমান।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য হন একে আবুল মোমেন।
এদিন মনোনয়নপত্র জমা দেয়ার পর স্বতন্ত্র প্রার্থীদের নিয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের দলের কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হলে কোনো সমস্যা হবে না।
তবে প্রকৃত আওয়ামী লীগ প্রেমী কেউ স্বতন্ত্র প্রার্থী হবে না বলেও মন্তব্য করেন মোমেন।