রাজনীতি

নরসিংদীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গুলি করে হত্যাচেষ্টা

নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির নামে এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রায়পুরা উপজেলার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহত মনিরুজ্জামান মনির রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি। তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরায় বিভিন্ন স্থানে মানুষের বাড়িঘর, দোকানপাট ভাঙচুর লুটপাট, অগ্নিসংযোগ করছে রুবেল গ্রুপ। এ-সংক্রান্ত খবর প্রকাশের জের ধরে ও এলাকায় আধিপত্য নিয়ে সৃষ্ট বিবাদের কারণে মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীরামপুর বাজারে গেলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়ার হত্যা মামলার প্রধান আসামি সন্ত্রাসী আবিদ হাসান রুবেল ও তার ছোট ভাই টুটুলসহ প্রায় ১০ জনের একটি দল হামলা করে।

এ সময় সাংবাদিক মনির আত্মরক্ষার্থে পার্শ্ববর্তী একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে পালিয়ে যায় রুবেল গ্রুপ। পরে লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা।

রায়পুরা থানা পুলিশের কোনো তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, মনিরের হাতে ও পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *