পুরো ইউক্রেন জুড়ে ফের রাশিয়ার বোমা হামলা
ইউক্রেনের রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বের শহর খারকিভসহ একাধিক অঞ্চলে একের পর এক বোমা হামলা চালিয়েছে এ হামলায় চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক। কিয়েভের সবচেয়ে জনবহুল এলাকাতেও বিস্ফোরণ হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কিয়েভ থেকে একটি রুশ ড্রোন উদ্ধার হয়েছে। ওই ড্রোন থেকে একটি বাড়িতে আগুন লেগে যায়। মঙ্গলবার এ হামলার পর বিশ্বের কাছে আরো সামরিক সাহায্যের আর্জি জানিয়েছেন জেলেনস্কি। সূত্র, ডয়েচে ভেলে।
আরটি’র প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সেনাসূত্র জানিয়েছে, রাশিয়ার নয়টি টুপোলেভ টিইউ-৯৫এমএস বোমারু বিমান নিয়ে এই হামলা চালানো হয়েছে।
গত ডিসেম্বরে শেষ এই বিমান ব্যবহার করা হয়েছিল। সেবারও গোটা ইউক্রেনজুড়ে আক্রমণ চালিয়েছিল রাশিয়া। ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছিল।