দেশজুড়ে

ফেনীতে সাগরিকা এক্সপ্রেস’র দুইটি বগি লাইনচ্যুত

ফেনীতে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৫২মিনিটের দিকে ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দুইটি বগি রেখেই ৭টি বগি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করে ফেনী রেলস্টেশনের মাস্টার মো. হারুন বলেন, চাঁদপুর থেকে চট্টগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে প্লাটফর্ম এলাকায় এই দুর্ঘটনা হওয়ায় অন্য লাইনগুলোতে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

তিনি আরও বলেন, লাইনচ্যুত বগিটির সাথে অন্য আরও একটি বগির সংযোগ বিচ্ছিন্ন করতে না পারায় দুটি বগি স্টেশনে আটকে আছে। লাকসাম থেকে আসা একটি রিলিফ ট্রেন ছয় ও সাত নম্বর বগি স্বাভাবিক করার কাজ করছে। তদন্ত সাপেক্ষে দুর্ঘটনার কারণ জানা জানা যাবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *