চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

বন্যায় বিধ্বস্ত জীবনকে নতুন করে গড়ার প্রচেষ্টা সেনাবাহিনীর

সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির ছদুরখীল এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।

জোন কমান্ডার লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা নিজে উপস্থিত থেকে বন্যা কবলিতদের মাঝে চাল, আটা, ডাল, তেলসহ বিভিন্ন ধরনের খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

বিতরণকালে তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই দুর্যোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে। চিকিৎসা, খাদ্য ও বস্ত্র সহায়তা প্রদানের মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে আছি, আগামীতেও থাকব।”

উল্লেখ্য, খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের তত্ত্বাবধায়নে সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

ত্রাণ বিতরণকালে সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. আসাদুজ্জামান খন্দকার ও অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *