চট্টগ্রাম

বহদ্দারহাটে ভোক্তা অধিকারের তদারকি

ডিম, মুরগি, সবজি, পেঁয়াজ, রসুন, আদাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৫ সেপ্টেম্বর) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে ছাত্র জনতা, ক্যাব ও সিএমপির চান্দগাঁও থানার একটি টিমের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করায় নাজেম ও মামুনুর রশীদের সবজির দোকানকে ৫ হাজার টাকা করে এবং কারচুপির মাধ্যমে করে ক্রয় ভাউচার না রেখে ক্রয় মূল্য বেশি দেখিয়ে মূল্য বৃদ্ধি করে কাঁচামরিচসহ বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করার দায়ে ওয়াহেদের সবজির দোকানকে ৬ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়েছে।

অভিযান শেষে বহদ্দারহাট বাজারের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়।

জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *