জাতীয়

বিদ্যালয়ে পৌঁছেছে নতুন বই, ১ জানুয়ারি ‘বই উৎসব’

নতুন বছরের প্রথম দিনেই চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০ লাখের বেশি শিক্ষার্থীর হাতে পৌঁছে যাবে দুই কোটিরও বেশি নতুন বই। এরইমধ্যে বেশিরভাগ বই পৌঁছে গেছে স্কুলে স্কুলে। ডিসেম্বরের শেষ দিকে বাকি বইও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পৌঁছানোর আশা সংশ্লিষ্টদের।

প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার।

এবার চট্টগ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বইয়ের চাহিদা প্রায় দুই কোটি। এরইমধ্যে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা ও উপজেলার আওতাধীন স্কুলগুলোতে বিতরণের জন্য নির্দিষ্ট কয়েকটি স্কুলে বই গুদামজাত করা হয়েছে। দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন জেলায় এবার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৮০ ভাগ বই পাওয়া গেছে।

বিগত বছরগুলোর তুলনায় এবার অনেক আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছে দেয়া হয়েছে। আগে শুধু ঢাকাতেই এসব পাঠ্যবই ছাপানো হলেও কয়েক বছর ধরে চট্টগ্রামেও ছাপানো হচ্ছে নতুন পাঠ্যবই। এমনকি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষায়ও ছাপানো হচ্ছে পাঠ্যপুস্তক। নির্দিষ্ট সময়ের মধ্যে বই পাওয়া এবং নতুন বছরের প্রথম দিনেই তা বিতরেণের কথা জানিয়েছেন শিক্ষকরা।

জনপ্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির কর্মকর্তারা বলছেন, বছরের প্রথমদিনেই সব বিষয়ের বই হাতে তুলে দেয়া হবে। গত বছরের তুলনায় এবার একটু আগেই বই পৌঁছেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *