মাটিরাঙ্গায় ২২ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেপ্তার ২
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা ২২ বস্তা চিনিসহ মাসুম রানা (২১) ও আল আমিন (১৯) নামে দুই চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৩ মার্চ) ভোরে মাটিরাঙ্গা থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার পূর্ব ধলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব চিনি জব্দ করে। এ সময় চিনি পাচারের কাজে ব্যবহৃত ১টি পিকআপ জব্দ করে পুলিশ।
আটককৃত মাসুম রানা মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের সিংহপাড়ার মৃত আমানুল্লাহ এর ছেলে এবং আল আমিন একই এলাকার মালু মিয়ার ছেলে।
মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২২ বস্তা চিনিসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
খাগড়াছড়ির জেলা পুলিশ সুপার মুক্তা ধর বলেন, চোরাচালানোর বিরুদ্ধে জেলাব্যাপী পুলিশ কাজ করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।