চট্টগ্রাম

মিরসরাইয়ে পাচারের সময় ৩০০ কচ্ছপ উদ্ধার

মিরসরাইয়ে পাচারের সময় ৩শ কচ্ছপ উদ্ধার করেছে বড়তাকিয়া বনবিট কর্মকর্তা মো. মামুন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে রাত ৯টার দিকে কচ্ছপগুলো উপজেলার মহামায়া লেকে অবমুক্ত করেন তিনি।

বড়তাকিয়া বনবিট কর্মকর্তা মো. মামুন বলেন, বৃহস্পতিবার রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় কিছু বস্তা দেখতে পাই। তখন স্থানীয় লোকজনকে এগুলো কার জিজ্ঞেস করলে, তারা কিছু জানে না বলে জানায়।

পরবর্তীতে আমি বস্তা খুলে দেখি প্রায় ৩০০টির মতো কচ্ছপ। তখন আমি এগুলো হেফাজতে নিয়ে যাই। রাত ৯টার দিকে মহামায়া লেকে এসব কচ্ছপ অবমুক্ত করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *