মির্জাখীল দরবারের অনুসারীদের ঈদ আজ
চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাখীল দরবার শরিফ অনুসারীরা আজ রোববার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। মির্জাখীল দরবার শরিফ অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘ ২৫০ বছর ধরে দেশের অন্যান্য এলাকার এক দিন আগে দুই ঈদ উদযাপন করে আসছেন।
শনিবার দরবার সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টায় মির্জাখীল দরবার শরিফের মাঠে অনুষ্ঠিত হবে ঈদুল আজহার নামাজ। নামাজের ইমামতি করবেন দরবারের বড় শাহাজাদা ড. মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান। ঈদের নামাজে এলাকার অনুসারীরা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে হাজারো অনুসারী অংশগ্রহণ করবেন।
এ ব্যাপারে মির্জাখীল দরবার শরিফের বর্তমান পীর সাহেবের ভাই মুহাম্মদ জালালুল হাই বলেন, আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি, সে অনুযায়ী রোববার আমরা ঈদের নামাজ আদায় করে ঈদ উদযাপন করব।