চট্টগ্রামরাউজান

রাউজানে আবর্জনা সংগ্রহে পরিবেশবান্ধব ভ্যানগাড়ি

গ্রামের রাউজান পৌরসভায় এলাকা ভিত্তিক আবর্জনা সংগ্রহে পরিবেশবান্ধব ভ্যানগাড়ি চালু করা হয়েছে। বুধবার (৫ জুন) বিকেল সোয়া ৩টায় পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই ভ্যানগাড়ির উদ্বোধন করা হয়।

এর আগে পৌরসভার উদ্যোগে র‌্যালি ও কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ। তিনি বলেন, পরিবেশবান্ধব পৌরসভার গঠনের লক্ষ্যে রাউজানের এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই আলোকে পৌরসভার প্রত্যন্ত এলাকায় অপচনশীল আবর্জনা সংগ্রহে পরিবেশবান্ধব ভ্যানগাড়ি কর্মসূচিতে নতুন করে ১০টি ভ্যান যুক্ত করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন দাশগুপ্ত, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, ক্রীড়া সংগঠক সুমন দে, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদের মুন্না, উত্তর জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোহাম্মদ আসিফ, যুবলীগ নেতা ইকবাল হোসেন, আরফানুল ইসলাম আবীর, সংগঠক নকীব সিদ্দীকি, আরমান সিকদার, ফয়সাল মাহমুদ, মিজানুর রহমান, নাছির উদ্দিন, তৌহিদুল ইসলাম।

উল্লেখ্য যে, আই.ইউ.জি.আই.পি, এল.জি.ই.ডি রাউজান পৌরসভাকে পৌর-বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৭টি আধুনিক ভ্যানগাড়ি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *