চট্টগ্রাম

রাউজানে বিনামূল্যে ধান বীজ ও সার পাচ্ছে আড়াই হাজার কৃষক

রাউজানের ১৪ ইউনিয়ন ও পৌর এলাকার ২ হাজার ৩শত কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বীজ সার অনুষ্ঠানিক ভাবে ১৪টি ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করে গত ৫ ডিসেম্বর। ধারাবাহিক ভাবে এখন বিতরণ করা হচ্ছে ইউনিয়নের কৃষক পর্যায়ে।

উপজেলা কৃষি অফিসার মাসুম কবির বলেন, প্রতিজন কৃষককে ১০ কেজি উচ্চ ফলনশীল ধানের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ করা হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে একজন সহকারী কৃষি অফিসারের উপস্থিতিতে ধানের বীজ ও সার বিতরণ হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার চিকদাইর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ২শত ২০ জন কৃষকদের ধানের বীজ ও সার বিতরণ করেন ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী।

উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম, চিকদাইর ইউনিয়ন পরিষদের সচিব মফিজুর রহমান, শাহাদাৎ হোসেন সাজ্জাদ, রোকসানা আকতার, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম কালন, ইউপি সদস্য প্রদীপ দাশ, জানে আলম, জসিম উদ্দিন, মো. আবছার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *