রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, ঈদযাত্রায় স্বস্তি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে বন্দরনগরী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। বাস বা ট্রেনে যে যেভাবে পারছেন ধরছেন বাড়ির পথ।
তবে ট্রেনে করে বাড়ি ফিরতে বৃহস্পতিবার (১৩ জুন) সকাল থেকে সবেচেয়ে বেশি ভিড় দেখা গেছে চট্টগ্রাম রেলস্টেশনে।
গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। তবে বেশ কিছু যাত্রী অনলাইনে টিকিট কাটতে বিড়ম্বনার স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাদের দাবি, অনলাইনে শতভাগ টিকিট দেওয়ার কথা বললেও পাওয়া যায় না।
রোকসানা বেগম নামে এক গৃহবধূ সকাল ৯টায় অপেক্ষা করছিলেন ট্রেনের জন্য। তার গন্তব্য ময়মনসিংহ। কালবেলাকে তিনি বলেন, ৯টা ১৫ মিনিটে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবে বিজয় এক্সপ্রেস ট্রেন। কিছুক্ষণ আগেই রেলস্টেশনে ঢুকলাম। আগে আগে বাড়িতে যাওয়ার কারণ হলো এখন খুব একটা ভিড় নেই। পরে একটু বেশি ভিড় হবে। তখন বাড়িতে যেতেই কষ্ট হবে। তাই আগেই রওনা দিয়েছি।
কুমিল্লা লাকসামের বাসিন্দা আরমান হোসেন। তিনি চাকরি করেন চট্টগ্রাম নগরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে। তবে তার ছুটি হবে ১৬ তারিখ থেকে। তাই আগে থেকে স্ত্রী ও সন্তানদের বাড়িতে পাঠাতে সকাল সকাল রেলস্টেশনে চলে আসেন। তিনি কালবেলাকে বলেন, খুবই স্বস্থির একটি যাত্রা হচ্ছে। অনলাইনে অগ্রিম টিকেট দেওয়ায় এ স্বস্থি পাচ্ছি।
অনলাইনে টিকেটের বিড়ম্বনার কথা জানিয়ে আরেক যাত্রী আজমীর হোসেন বললেন, অনলাইনে শতভাগ টিকিট দেওয়ার কথা বললেও টিকেট পাওয়া যায় না।
জানতে চাইলে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মো. সাইফুল ইসলাম বলেন, ঈদুল আজহা উপলক্ষে এবার, চট্টগ্রাম, ময়মনসিংহ ও কক্সবাজার রুটে ৩টি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেটসহ বিভিন্ন রুটে ১১টি আন্তঃনগর ট্রেন ছেড়ে যাচ্ছে প্রতিদিন।