দেশজুড়ে

রেলের বুকিং সহকারী আটক, ৪ শতাধিক এনআইডি জব্দ

রেলওয়ের বুকিং সহকারীকে আটক করেছে রেল পুলিশ। এসময় তার কাছ থেকে চার শতাধিক এনআইডি জব্দ করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ।

পুলিশ সদর দফতর থেকে এক ক্ষুদে বার্তায় জানানো হয়, আটককৃত ব্যক্তি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী। তিনি টিকিট কালোবাজারিকালে আটক হন। তার কাছ থেকে চার শতাধিক যাত্রীর এনআইডি জব্দ করেছে রেলওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘসময় ধরে রেলওয়ের কর্মচারী হয়েও টিকিট কালোবাজারি করে আসছেন। তিনি তার ডিউটিকালীন টিকিট নিতে কাউন্টারে আসা সাধারণ যাত্রীদের মোবাইল নাম্বার ও জাতীয় পরিচয়পত্রের নাম্বার সংগ্রহ করে নিজের কাছে রেখে দিতেন। এরপর সময় ও সুযোগ বুঝে ওইসব সাধারণ যাত্রীদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন গন্তব্যের ভিন্ন ভিন্ন ট্রেনের টিকিট কেটে নিজের কাছে রেখে কালোবাজারিদের কাছে সরবরাহ করতেন। পরে এসব টিকিট বিক্রির লভ্যাংশ তিনি তার বিকাশ ও নগদ অ্যাপসের মাধ্যমে নিয়ে নিতেন।

রেলের টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ অনেক পুরনো। সম্প্রতি বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। রেলের নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী প্রথম দিনেই জানিয়েছিলেন, রেলের টিকিট নিয়ে কালোবাজারি তিনি বন্ধ করবেন। তবে অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তারাই এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। এজন্য সরকার চাইলেও টিকিট নিয়ে কালোবাজারি বন্ধ হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *