পার্বত্য চট্টগ্রাম

লংগদুতে আত্মহত্যায় পরোচনার আভিযোগে প্রেমিক গ্রেফতার

রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকায় নিজ বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা জেসমিন আক্তারের অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত জেসমিন আক্তারের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রেমিক ফরহাদকে বুধবার গ্রেফতার করেছে লংগদু থানা পুলিশ।

ফরহাদ লংগদু সদর ইউনিয়নের বাইট্টাপাড়া তিনটিলা নামক এলাকার একই গ্রামের ওসমান গনির ছেলে।

লংগদু থানা পুলিশ ও এলাকাবাসীর তথ্যমতে জানা যায়, ফরহাদ ও জেসমিনের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিলো। মোবাইলের কল লিস্টের মাধ্যমে জানা যায়, মৃত্যুর কিছুক্ষণ আগেও তারা মোবাইলে কথা বলে। এর পরেই মেয়েটি আত্মহত্যা করে।

জেসমিনের মা বলেন, প্রতিবেশী ফরহাদ প্রায় সময় আমার মেয়েকে প্রেমের প্রস্তাবের মাধ্যমে কু-প্রস্তাব দিয়ে আসছে। এসব বিষয়ে ছেলের পরিবারকে বারবার বলা হলেও তারা কোনরকম ব্যবস্থা নেয়নি। মৃত্যুর আগেও আমার মেয়ের সাথে মোবাইল ফোনে কথা বলে ফরহাদ। তখন আমি বাসায় ছিলাম না। বাসায় এসে দেখি আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে। প্রশাসনের মাধ্যমে আমি আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার দাবী করছি।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ১১টার সময় লংগদু ইউনিয়নের বাইট্টাপাড়ার তিনটিলা নামক এলাকার নিজের বসতঘরে গলায় ফাঁস দেয় জেসমিন। সে লংগদু মডেল কলেজের একাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্রী।

লংগদু থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে মোবাইল ফোনের কললিস্ট, পরিবার এবং এলাকাবাসীর দেয়া তথ্যমতে তাদের প্রেমের সম্পর্কের কথা উঠে আসে। পরবর্তীতে মেয়ের মা বাদী হয়ে লংগদু থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগের ভিত্তিতে লংগদু থানা পুলিশ প্রেমিক ফরহাদকে গ্রেফতার করে। এর আগে জেসমিনের মরদেহ ময়না তদন্ত করে পরিবারের নিকট লাশ বুঝিয়ে দেয়া হয়। এদিকে প্রেমিক ফরহাদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *