চট্টগ্রামরাঙ্গুনিয়া

লালানগর ইউপি উপনির্বাচনে যে প্রার্থী যে প্রতীক পেলেন

আগামী ২৭ জুলাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ৪ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এই প্রতীক বরাদ্দ দেন।

সাবেক ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চনকে মোটরসাইকেল প্রতীক, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন তালুকদারকে ঘোড়া প্রতীক, সাবেক ছাত্রনেতা সিরাজুল করিম বিপ্লবকে আনারস প্রতীক ও সাবেক ইউপি সদস্য মো. হাসানকে টেলিফোন প্রতীক দেওয়া হয়।

এরআগে বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. শাহ আলম। তবে তিনি কাউকে সমর্থন জানাননি বলে জানা যায়।

উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ওবাইদুল ইসলাম জানান, লালানগর ইউনিয়ন শূন্য পদে উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এর সুবাদে মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে। ৫ জন পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে এক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আজ বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আচরণবিধি হিসেবে কোনো ধরনের মিছিল সমাবেশ করা যাবে না। আগামী ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এর আগে ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন রফিকুল ইসলাম তালুকদার। ভারতে চিকিৎসাধীন অবস্থায় গত ২ মার্চ তার মৃত্যু হলে ১৩ মার্চ পদটি শূন্য হয়ে যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *