চট্টগ্রাম

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি বাতিলের দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে নগরের নিউমার্কেট এলাকার কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, শিক্ষা আমাদের মৌলিক অধিকার। যেখানে শিক্ষার আর্থিক দায়িত্ব রাষ্ট্রের সেখানে দিন দিন শিক্ষাকে বাণিজ্যিকীকরণ করা হচ্ছে।

বছর শেষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তিকে সামনে রেখে বাণিজ্যে মেতে ওঠে। বছরের পর বছর পুনঃভর্তির নামে নাম দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে নামে বেনামে বিভিন্ন খাত দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

তারা বলেন, বাড়তি ফির কারণে অনেকে শিক্ষার্থী নতুন ক্লাসে ওঠার আগেই ঝরে পড়ছে। নিম্নমধ্যবিত্ত পরিবারের সদস্যরা নতুন বছর এলেই একরকম আতঙ্কে থাকেন। দিন দিন মানুষের ক্রয়ক্ষমতা কমছে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

সেখানে ভর্তি, পুনঃভর্তি, টিউশন ফি, বই-খাতা ইত্যাদির নামে এত খরচের বোঝা চাপানো হচ্ছে, যা মধ্যবিত্তের জীবনে মড়ার ওপর খাঁড়ায় ঘা। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ভর্তি বাণিজ্য বন্ধ না হলে আমরা অবিলম্বে চট্টগ্রামের আপাময় ছাত্র সমাজকে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবো।

চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিকলু কুমারদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলার সহ সভাপতি অয়ন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক শুভ দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম নাবিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভীর ইলাহী ও পাহাড়তলী থানার সহ সভাপতি নিশান রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *