অন্যান্যখেলা

সবচেয়ে বড় লজ্জা শেষের জন্য জমিয়ে রেখেছিল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে দারুণ ছন্দে ছিল বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে পাকিস্তানকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারানোর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। নারী ক্রিকেটের সেরা সময় পার করা জ্যোতির দল বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া আসতেই যেন নিজেদের হারিয়ে খুঁজেছে।

প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর আজ টি-টোয়েন্টিতেও স্বাগতিকদের ধবলধোলাই করল অ্যালিসা হিলিরা। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার দেয়া ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে মাত্র ৭৮ রানে। ৭৭ রানের বড় হারে ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও তিন ম্যাচ হারল নিগার সুলতানা জ্যোতির দল।

১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার মুর্শিদা খাতুন মেগান শুটের শিকার হন। দলীয় ৪ রানে প্রথম উইকেটের পতনের পর যেন আসা যাওয়ার মিছিল শুরু হয় টাইগ্রেসদের।

অস্ট্রেলিয়ার বোলারদের দাপটে দাঁড়াতেই পারছিল না স্বাগতিকরা। দলীয় ৫০ রান তোলার আগেই আট উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। শেষ পর্যন্ত অধিনায়ক জ্যোতির ব্যাটে শুধু রানের ব্যবধান কমেছে। ১৯তম ওভারে ৭৮ রানে গুটিয়ে যায় নিগাররা। ফলে ৭৭ রানের বড় জয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে হিলিরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন পেসার টাইলা ভ্লেমিক।

এর আগে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে শুরুতেই টস ভাগ্য বাংলাদেশের বিপক্ষে যায়। সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে টসে জিতে ব্যাটিং করতে নেমেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালিসা হিলি।

আগের ম্যাচে ব্যাট করেননি, তাই শেষ টি-টোয়েন্টিতে নিজের ব্যাটিং পজিশন ওপেনিংয়ে নেমেই আগ্রাসী মেজাজ খেলতে থাকেন। তবে হিলি ক্রিজে যতক্ষণ ছিলেন রানই করে গেছেন, অন্যপ্রান্ত ছিল একেবারেই নীরব। দলীয় ৬২ রানে হিলি যখন প্যাভিলিয়নের পথ ধরেন তখন ছিল অষ্টম ওভার। এরপরই নাহিদা জাদুতে মিডল ওভারে ম্যাচ ফিরে বাংলাদেশ। তবে শেষ দিকে হ্যারিস-ম্যাকগ্রা জুটিতে নির্ধারিত ২০ ওভারে ১৫৫ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হিলি। নাহিদা নেন তিন উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *