চট্টগ্রামজাতীয়পার্বত্য চট্টগ্রাম

অজ্ঞাত রোগে সরকারি খামারে ৭ দিনে ৭০ শূকরের মৃত্যু

অজ্ঞাত রোগে মারা যাচ্ছে রাঙামাটিতে দেশের একমাত্র সরকারি শূকর খামারের শূকরগুলো। গত ৭ দিনে মারা গেছে ৭০টি শূকর। আক্রান্ত হয়েছে আরও একাধিক। খামারে থাকা বাকি শূকরগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জেলা প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসকরা।

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগোষ্ঠীর অনেকে শূকর পালন করে। তাদের কথা বিবেচনা করে ১৯৮৪ সালে রাঙামাটিতে দেশের একমাত্র সরকারি শূকর খামার প্রতিষ্ঠা হয়।

গত ১৩ নভেম্বর থেকে হঠাৎ এ খামারে অজানা রোগে মারা যাচ্ছে শূকরগুলো। গত ৭ দিনে মারা গেছে ৭০টি বড় শূকর। যার আর্থিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। কর্তৃপক্ষ জানিয়েছে, রোগ চিহ্নিত করতে রাঙামাটিতে কোনো ল্যাব না থাকায় নমুনা পাঠাতে হবে ঢাকা অথবা চট্টগ্রামে।

শূকরের খামারের শ্রমিক জাহিদ বলেন, ‘খুব খারাপ লাগছে। চোখের সামনে শূকর মারা যাচ্ছে। কী করব বুঝতে পারছি না।’

রাঙামাটি শূকর খামার সিনিয়র সহকারী পরিচালক ডা. লেনিন দে বলেন, ‘এখনো রোগ নির্ণয় করা যায়নি। ধারণা করছি ভয়াবহ ভাইরাস সোয়াইন ফিভার। অবরোধ হরতালের কারণে আমাদের নমুনা পাঠাতে দেরী হচ্ছে।’

শূকরগুলো বাঁচাতে ৪ সদস্যর একটি মেডিকেল টিম গঠন করেছে জেলা প্রাণিসম্পদ বিভাগ। তাদের ধারণা, রোগটি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ধরা পড়া মহামারী- সোয়াইন ফ্লু। যেটি সম্প্রতি রাঙামাটির পার্শবর্তী ভারতের মিজোরাম ও মনিপুরে ধরা পড়েছে। এ রোগে শূকরের মৃত্যু হার প্রায় শতভাগ।

রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তুষার কান্তি চাকমা বলেন, ‘প্রতিবেশী রাষ্ট্রে ভয়াবহ সোয়াইন ফিভার পাওয়া গেছে। আমরা আতঙ্কের মধ্যে আছি। আমরা মেডিকেল টিম গঠন করেছি। চিকিৎসা চলছে। এখনো সফলতা আসেনি।’

রোগটির ব্যাপারে পাহাড়ের শূকর পালনকারীদের সচেতন হওয়ার তাগিদ দিয়েছে প্রাণিসম্পদ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *