গাজার হাসপাতালগুলোকে অবশ্যই রক্ষা করতে হবে: বাইডেন
গাজায় হাসপাতালটির কাছে ইসরায়েলের হামলার তীব্রতা বাড়তে গাজার সবচেয়ে বড় আল–শিফা হাসপাতালকে অবশ্যই রক্ষা করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গাজায় হাসপাতালটির কাছে ইসরায়েলের হামলার তীব্রতা বাড়তে থাকার মধ্যে তিনি এমন কথা বললেন।
সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রেখেছে। হাসপাতালটির কাছে আগ্রাসী কর্মকাণ্ড তেমন চালানো হবে না–এমনটিই তিনি আশা করেন।
জিম্মিদের মুক্তি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে বাইডেন বলেন, এসময় হাসপাতালগুলো সুরক্ষিত থাকবে বলেই আশা তার। খবর বিডিনিউজের।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক গাজার সাধারণ মানুষকে রক্ষায় সম্ভাব্য সবকিছু করা এবং লড়াইয়ে মানবিক বিরতি করার জন্য ইসরায়েলকে আহ্বান জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট বাইডেন হাসপাতালকে রক্ষা করার কথা বললেন। গাজার প্রধান আল–শিফা হাসপাতালের কাছে সমপ্রতি কয়েক দিনে লড়াই জোরদার করেছে ইসরায়েল। সোমবার হাসপাতালটির গেটের কাছে পৌঁছে যায় ইসরায়েলের ট্যাংক।