চট্টগ্রামপার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে শাসনবিধি বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপিডিএফের বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি (১৯০০ সালের আইন) বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সড়কের বেতবুনিয়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী এ অবরোধে সড়কের দুইপাশেই যানজটের সৃষ্টি হয়। এ সময় পুলিশ কয়েকবার নেতাকর্মীদের কয়েকবার সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়ায়। পরে দুপুর সোয়া ১২টার দিকে কর্মসূচি শেষ হলে সড়কে যান চলাচল শুরু হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নিকন চাকমা, পিসিপি কাউখালী উপজেলা শাখার সভাপতি দীপায়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলা শাখার সভাপতি থুইমং মার্মা।

এদিকে, একই সময়ে রাঙামাটি জেলা শহরের শিমুলতলী টিভি স্টেশন এলাকায় পৃথকভাবে সড়কে অবস্থান ধর্মঘট করে সংগঠনগুলো। এ সময় সেখানেও পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *