কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহ করে এনজিও কর্মী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থা ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কর্মরত মো. আরিফ উল্লাহকে (২৫) দেশে তৈরি দুটি এলজি বন্দুকসহ আটক করেছে পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ৬ নম্বর জেটি ঘাটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, মহেশখালী থেকে এসব অস্ত্র সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছিল রোহিঙ্গা ক্যাম্পে। এনজিও কর্মী হলেও দীর্ঘদিন ধরেই রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের অস্ত্র সরবরাহ করে আসছিল আরিফ উল্লাহ।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কক্সবাজার সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কক্সবাজার সদর সার্কেলে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

আটক মো. আরিফ উল্লাহ মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকার আবুল কালামের ছেলে। এক বছর ধরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত সে।

মিজানুর রহমান বলেন, ব্র্যাকের মাঠকর্মী হলেও আরিফ উল্লাহ দীর্ঘদিন ধরে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অস্ত্র পৌঁছে দিয়ে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে তাকে আটকের চেষ্টা করেও পুলিশ অনেকবার ব্যর্থ হয়। সর্বশেষ সোমবার রাতে দুটি এলজি বন্দুকসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন তিনি।

স্বীকারোক্তিতে আরিফ উল্লাহ জানান, মহেশখালী থেকে অস্ত্র কিনে বেশি দামে রোহিঙ্গাদের কাছে বিক্রি করে আসছিলেন তিনি।

মিজানুর রহমান জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করে যুবককে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *