চট্টগ্রামলোহাগাড়া

লোহাগাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

রবিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কালুয়ার পাড়ার আবদুল মান্ননের বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আবদুল মন্নানের স্ত্রী রিজুওয়ানা বেগম (৫ ৫), তার কন্যা কহিনুর আক্তার (৩৭), তার কন্যা আলিফা (৮)। অপরজন প্রতিবেশী খোরশেদ আলম (২৮)।

দগ্ধ অবস্থায় উক্ত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে খোরশেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. রুবেল বলেন, ৪-৫ দিন আগে স্থানীয় একটি দোকান থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়িতে আনি। নেওয়ার সময় পুরোনো সিলিন্ডার দেখে আমার সন্দেহ হয়, আমি দোকানদারকে সিলিন্ডারটি পাল্টে দিতে বলি। দোকানদার কোনো সমস্যা হবে না বললে সিলিন্ডারটি আমি বাসায় নিয়ে আসি।

রবিবার বিকেলে সিলিন্ডার লিকেজ হলে, সেটা দেখার জন্য প্রতিবেশি খোরশেদকে বাড়িতে ডাকি। লিকেজ বন্ধ করে চুলা জ্বালানোর সাথে সাথে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। এতে পরিবারে তিনজনহ প্রতিবেশি খোরশেদ দগ্ধ হয়।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনজন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। খোরশেদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *