লাইফস্টাইল

আজ স্বামীর প্রশংসা করার দিন

পৃথিবীতে অনেক রকম দিবস আছে, এর মধ্যে একটি স্বামীর প্রশংসা করার। প্রতি বছর এপ্রিলের তৃতীয় শনিবার স্বামীর প্রশংসা দিবস বা ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’ হিসেবে উদযাপন করা হয়। আজ সেই দিন।

স্বামীর ত্যাগকে মূল্যায়ন করার ভাবনা থেকেই মূলত এই দিবসের উৎপত্তি। যদিও দিবসটি ঠিক কবে, কোথায় পালন শুরু হয়েছিল, তা বলা কঠিন।

তবে স্বামীর প্রশংসা করার জন্য এই দিনটি ভালো উপলক্ষ। প্রশংসা শুনে সাধারণত মানুষ উৎসাহিত হন। তাই প্রশংসা করা ইতিবাচক।

তাই কারো স্বামী কোনো কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়লে তাকে উৎসাহ দিতে “হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে” ভালো সুযোগ হতে পারে।

এখন প্রশ্ন হলো কীভাবে স্বামীর প্রশংসা করার দিনটি উদযাপন করবেন। খুব সহজ একটি উপায় হলো- তাকে প্রশংসা করে কিছু লিখে উপহার দিন। তা হাতে পারে একটি নোটবুক, কিংবা শুধুই এক টুকরো রঙিন কাগজ।

এতেই স্বামী অনেক খুশি হয়ে যাবেন। আসলে মানুষকে খুশি করতে অনেক কিছুর প্রয়োজন হয় না, সামান্য প্রশংসাই যথেষ্ট। শুধু উপহার নয়, সঙ্গে স্বামীর পছন্দের কোনো খাবারও রান্না করে খাওয়াতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *