পার্বত্য চট্টগ্রাম

কাপ্তাইয়ে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ (১ বৈশাখ) বরণ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। এইদিন উপজেলা শিল্পকলা একাডেমি, কাপ্তাইয়ের শিল্পীদের পরিবেশনায় রবিবার (১৪ এপ্রিল) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে।

উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী কমিটির সদস্য বাচিক শিল্পী রওশন শরীফ তানির সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সম্মিল্লিত কন্ঠে জাতীয় সঙ্গীত এবং “এসো হে বৈশাখ এসো এসো” গান ২টি পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এরপর একে একে শিল্পীদের কন্ঠে বৈশাখের গান, বাউল গান, নৃত্য এবং লোকজ সঙ্গীত পরিবেশিত হয়।

পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন সভাপতির বক্তব্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় সকলকে বৈশাখের শুভেচ্ছা জানান।

এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু. সাইফুল ইসলাম, উপজেলা শিল্পকলা একাডেমির সহ সভাপতি চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, সংস্কৃতি মন্ত্রনালয়ের প্রতিনিধি ফাতেমা বেগম, কাপ্তাই থানার ওসি মোঃ আবুল কালাম, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) ইমরুল হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ হোসেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক আনিছুর রহমান সহ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *