দেশজুড়ে

গাজীপুরে হাসপাতালের ১২ তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ১২ তলার দেয়ালের পাশের ফাঁকা স্থান দিয়ে ১০ তলায় পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩ মে) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জিল্লুর রহমান (৭০)। তিনি গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া এলাকার কাসেম আলীর ছেলে। জিল্লুর রহমান ওই হাসপাতালের ১২তলার মেডিসিন বিভাগের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্যবিসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, শুক্রবার রাতে ১২ তলায় দেয়ালের পাশে দাঁড়িয়ে জিল্লুর রহমান ধূমপান করছিলেন। একপর্যায়ে মাথা ঘুরে দেয়ালের পাশের ফাঁকা জায়গা দিয়ে ১০ তলায় পড়ে যান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী জানান, দেয়ালের পাশের জায়গাটি নেট দিয়ে আটকানো থাকলে এ দুর্ঘটনা ঘটতো না। এক্ষেত্রে হাসপতালে কর্তৃপক্ষের অবহেলা রয়েছে।

হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, দেয়ালের পাশের ফাঁকা স্থানটির বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার জানালেও তারা ব্যবস্থা নেয়নি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিউল করিম রাফি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *