চট্টগ্রামের ১৬ আসনে ১২১ প্রার্থীর জমজমাট প্রচারণা তুঙ্গে
চট্টগ্রামের ১৬ আসনে ভোটের মাঠে রয়েছেন ১২৫ জন প্রার্থী। এরমধ্যে আওয়ামী লীগ ও দলের স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে প্রচার-প্রচারণা জমজমাট হয়ে উঠেছে। ভোটের সময় ঘনিয়ে আসতেই এখন প্রচারণা তুঙ্গে উঠেছে।
এদিকে, নির্বাচনের সকল প্রস্তুতি অনেকটা শেষ করে নিয়েছে নির্বাচন কমিশন। আজ (বুধবার) ১২টি সংসদীয় আসনের ব্যালট পেপার নির্বাচনী এলাকায় পৌঁছে যাবে। বাকি চারটি আসনের ব্যালট পেপার আজ ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছবে। ব্যালট বক্সসহ ভোটের অন্যান্য সামগ্রী আগেই নির্বাচনী এলাকায় পৌঁছানো হয়েছে।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে প্রার্থী আছেন ৭ জন। এরমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় প্রার্থী মাহবুব উর রহমান রুহেল ও স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিনকে ঘিরে প্রচার-প্রচারণা তুঙ্গে রয়েছে।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে নয় জন প্রার্থীর মধ্যে চার প্রার্থীকে ঘিরে প্রচার-প্রচারণা জমজমাট রয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি, দলের স্বতন্ত্র প্রার্থী হোসাইন মুহাম্মদ আবু তৈয়ব, বর্তমান সংসদ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদকে ঘিরে প্রচারণা জমে উঠেছে।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আট প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুর রহমান মিতা ও মো. জামাল উদ্দিন চৌধুরীকে ঘিরে প্রচারণায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
চট্টগ্রাম-৫ আসনে জাতীয় পার্টি প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা মুহাম্মদ শাহজাহান চৌধুরীকে ঘিরে দুই ধারায় বিভক্ত হয়ে প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা।
চট্টগ্রাম-৮ আসনে ১০ জন প্রার্থী থাকলেও ভোটের মাঠে শক্ত অবস্থানে রয়েছেন তিন প্রার্থী। ১৪ দলীয় জোটের শরিক জাপাকে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থী নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম ও নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বিজয় কুমার চৌধুরী বিষাণ এবং জাপা প্রার্থী সোলায়মান আলম শেঠকে ঘিরে প্রচারণা তুঙ্গে রয়েছে।
চট্টগ্রাম-১০ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনজুর আলম, যুবলীগ নেতা ফরিদ মাহমুদকে ঘিরে জমে উঠেছে প্রচারণা।
চট্টগ্রাম-১১ আসনে সাতজন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগ প্রার্থী বর্তমান সংসদ সদস্য এম এ লতিফ ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনকে ঘিরে দুই ধারায় বিভক্ত আওয়ামী লীগ।
চট্টগ্রাম-১২ আসনে স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য সামশুল হক চৌধুরী ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীকে ঘিরে প্রচারণার শুরু থেকেই উত্তাপ বিরাজ করছে।
চট্টগ্রাম-১৪ আসনে বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার চৌধুরীর প্রচারণায় রয়েছে উত্তেজনা।
চট্টগ্রাম-১৫ আসনে বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের প্রচার-প্রচারণাকে ঘিরে সহিংসতা লেগে রয়েছে।
চট্টগ্রাম-১৬ আসনে বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান ও আবদুল্লাহ কবির লিটনকে ঘিরে তিন ধারায় বিভক্ত আওয়ামী লীগ। তিনজনই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।