চট্টগ্রাম

চট্টগ্রাম অঞ্চলে তৃতীয় লিঙ্গের মোট ভোটার ৬৩ জন

চট্টগ্রাম অঞ্চলের ২৩টি সংসদীয় আসনে এবার ভোট দেবেন তৃতীয় লিঙ্গের ৬৩ ভোটার। চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি সংসদীয় আসনের ভোটার তারা। এ ২৩টি আসনে এবার ভোটার সংখ্যা ৯২ লাখ ৪৩ হাজার ১১৯ জন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুছ আলী এ তথ্য নিশ্চিত করেন।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অঞ্চলে আছে ২৩টি সংসদীয় আসন। এর মধ্যে চট্টগ্রামে ১৬টি, কক্সবাজারে চারটি ও তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে একটি করে সংসদীয় আসন রয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ভোটার ৬৩ লাখ সাত হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৩ হাজার ২৫৫ ও নারী ৩০ লাখ ২৪ হাজার ৬৮৪ জন। এরমধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার আছে ৫৬ জন। চট্টগ্রামের ১৬টি আসনে ভোটকেন্দ্র আছে দুই হাজার ২২টি। বুথের সংখ্যা ১৩ হাজার ৭৪১টি।

কক্সবাজার: কক্সবাজারের চারটি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা ১৬ লাখ ৫২ হাজার ৪৩২। এর মধ্যে পুরুষ আট লাখ ৭৩ হাজার ৫৯২ ও নারী সাত লাখ ৭৮ হাজার ৮৩৮। এখানে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে দুই জন তৃতীয় লিঙ্গের ভোটার আছেন। এ ছাড়া এ চারটি আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৫৫৬টি। বুথের সংখ্যা তিন হাজার ৫০৫টি।

খাগড়াছড়ি: খাগড়াছড়ি আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬২ হাজার ৬১ ও নারী দুই লাখ ৫৩ হাজার ২৮২ জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছেন তিন জন। এ আসনে ১৯৬টি কেন্দ্রে বুথ আছে এক হাজার ১১৪টি।

রাঙামাটি: রাঙামাটি আসনে চার লাখ ৭৯ হাজার ৩১৭ ভোটার আছে। এর মধ্যে পুরুষ দুই লাখ ৫০ হাজার ৯৪৪ ও নারী ভোটার দুই লাখ ২৮ হাজার ৩৭৯ জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার আছে দুই জন। এ আসনে ভোট কেন্দ্র আছে ২১৩টি। বুথের সংখ্যা এক হাজার ১২১টি।

বান্দরবান: বান্দরবান আসনে মোট ভোটার আছে দুই লাখ ৮৮ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৫৮৩ ও নারী এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। এ আসনে তৃতীয় লিঙ্গের কোনও ভোটার নেই। আসনটিতে ভোটকেন্দ্র আছে ১৮২টি। এতে বুথের সংখ্যা ৭২৭টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *