চট্টগ্রামচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চবিতে প্রথম ফিমেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন

চবি লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইন্টারব্যাচ ফিমেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এতে ফাইনাল ম্যাচে জয়ী হয়েছেন চবি লোকপ্রশাসন বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মায়মুনা নাসরিন বুশরা এবং রানারআপ ৪২তম ব্যাচের শিক্ষার্থী জেবা তাহসিন।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে চবির শহীদ শেখ কামাল জিমনেশিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক মমতাজ উদ্দীন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ্, অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, সহযোগী অধ্যাপক মোরশেদুল হক এবং প্রভাষক নওশীন ইসলাম।

সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ্ বলেন, আগামী দিনের সব আয়োজনে ছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে আমাদের।

লোকপ্রশাসন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী তানজিনা আফরোজ বলেন, বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে দেখছি ছেলেদেরই শুধু টুর্নামেন্ট হয় মেয়েদের কোনো টুর্নামেন্ট হয় না। অনেকদিন ধরেই মেয়েদের একটি টুর্নামেন্ট আয়োজিত হোক চেয়েছিলাম। অবশেষে এ টুর্নামেন্টের মধ্য দিয়ে সেটা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *