চট্টগ্রাম

ছোলার সরবরাহ নেই, চট্টগ্রামে টিসিবির কার্যক্রম বন্ধ

গুদামে ছোলার সরবরাহ না থাকায় চট্টগ্রামে গত রোববার থেকে বন্ধ রয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রামে টিসিবির ফেব্রুয়ারি মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

ডিলাররা জানিয়েছেন, বিক্রয় আদেশ (ডিও) হলেও ছোলা না থাকায় বর্তমানে পণ্য বিক্রি বন্ধ রয়েছে। গুদামে পর্যাপ্ত ছোলা না থাকায় কয়েক দিন টিসিবির পণ্য দেওয়া হচ্ছে না। নগরে টিসিবির ডিলার মো. দিদারুল আলম বলেন, তাঁর আওতায় ২ হাজার ২০০ ভোক্তা রয়েছেন। এর মধ্যে ৫০ শতাংশ পণ্য বিক্রি শেষ করেছেন। বাকি ৫০ শতাংশ এখনো পাননি।

টিসিবির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় টিসিবির ভোক্তা প্রায় ৫ লাখ ৩৫ হাজার। এর মধ্যে ১ লাখ ৯৫ হাজার ভোক্তাকে পণ্য দেওয়া হয়েছে। সে হিসাবে এখনো প্রায় সাড়ে ৬৩ শতাংশ পণ্য বিক্রি বাকি রয়েছে।

টিসিবি বর্তমানে ছোলা, মসুর ডাল, চাল ও সয়াবিন তেল বিক্রি করছে ভোক্তাদের কাছে। টিসিবি জানিয়েছে, ঢাকা থেকে পণ্য সরবরাহ না থাকায় প্রতিষ্ঠানটির চট্টগ্রামের গুদামে বর্তমানে পর্যাপ্ত ছোলা নেই। তাই অন্যান্য পণ্য বিক্রিও বন্ধ। কারণ, আলাদাভাবে পণ্য বিক্রির নিয়ম নেই।

এদিকে পণ্য না পেয়ে ক্রেতারা ডিলারদের সঙ্গে মুঠোফোনে ও সরাসরি এসে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন তাঁরা। চট্টগ্রামে টিসিবি ডিলার সমিতির সভাপতি আবদুস ছবুর বলেন, ক্রেতারা প্রায়ই এসে যোগাযোগ করছেন। জানতে চাইছেন, কবে পণ্য পাবেন। ছোলা না থাকায় অন্যান্য পণ্যও বিক্রি করা যাচ্ছে না।

কবে নাগাদ পণ্য বিক্রি শুরু হবে, তা জানতে চাইলে টিসিবির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুধু চট্টগ্রামে নয়, সারা দেশে কার্যক্রম বন্ধ রয়েছে। দু-তিন দিনের মধ্যে পণ্য বিক্রি শুরু হয়ে যাবে। এ ছাড়া কাউন্সিলরদের জানিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে যাতে তাঁরা ভোক্তাদের জানিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *