চট্টগ্রাম

জেসিআই চিটাগংয়ের নতুন প্রেসিডেন্ট মুন্না

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চট্টগ্রামের (জেসিআই) ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে মোহাম্মদ ইসমাইল মুন্না প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী কমিটিতে আরও সদস্য যুক্ত হয়েছেন।

গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) নগরীর চিটাগং ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেসিআই চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভায় ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

মোহাম্মদ ইসমাইল মুন্নাকে প্রেসিডেন্ট রেখে ২০২৪ সালের জেসিআইয়ের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন আইপিএলপি রাজু আহমেদ, নির্বাহী সহ-সভাপতি আয়াজ ইসলাম চৌধুরী ও ইশতিয়াক আলম চৌধুরী, সহ-সভাপতি জুনায়েদ আহমেদ রাহাত, সাইহান হাসনাত, ইঞ্জি. মোহাম্মদ এমরান হাসান ওভী ও শাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. আশরাফ বানটি, কোষাধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন নাহিদ, জেনারেল লিগেল কাউন্সিল গোলাম সারওয়ার চৌধুরী, লোকাল ট্রেনিং কমিশনার মুনতাসির আল মাহমুদ, পরিচালক নিযুক্ত হয়েছেন সাদাফ রহমান, ডা. জুয়েল রহমান, ফারিয়া আক্তার রিয়া, ইমন বড়ুয়া, শাহেদ আলী, কায়সার হামিদ ফরহাদ, তৈয়বীর রহমান জাওয়াদ, শাহনেওয়াজ শিপন, আল আমিন মেহরাজ বাপ্পী, মোরশেদ হাসান, আশরাফ হোসেন, সাদ বিন মুস্তাফিজ প্রমুখ ।

উল্লেখ্য, জেসিআই বাংলাদেশের সহ-সভাপতি এবং ২০২২ সালের জেসিআই চিটাগংয়ের প্রেসিডেন্ট শান শাহেদ এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। জেসিআই চট্টগ্রামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার আগে ২০২৩ সালে সংগঠনের পঞ্চম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) হল তরুণদের একটি সংগঠন। এতে ১৮-৪০ বছরের তরুণরা সদস্য হন। জেসিআই চিটাগং কার্যক্রম শুরু করে ২০১২ সালে, তত্ত্বাবধানে ছিলেন নিয়াজ মোর্শেদ এলিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *