চট্টগ্রাম

তিন দিনেও নিয়ন্ত্রণে আসেনি এস আলম সুগার মিলের আগুন

তিন দিন ধরে জ্বলছে চট্টগ্রামে কর্ণফুলী এলাকার এস আলম সুগার মিলে লাগা আগুন। আগুনে পুড়ে আগ্নেয়গিরির লাভার মতো বেরিয়ে আসছে চিনির কাঁচামাল। নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

মঙ্গলবার (৫ মার্চ) ঘটনাস্থল পরিদর্শন করেন অগ্নিকাণ্ডের তদন্তে জেলা প্রশাসন গঠিত কমিটির সদস্যরা। এসময় তারা কারখানা কর্তৃপক্ষের সাথেও কথা বলেন।

এদিকে, কবে নাগাদ আগুন পুরোপুরি নির্বাপণ করা যাবে বিষয়টি নিশ্চিত কিছুই জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তাদের দাবি অপরিশোধিত চিনি দাহ্য হওয়ায় আগুন নেভাতে সময় লাগছে। পুড়ে যাওয়া চিনি সরাসরি গিয়ে পড়ছে পাশের কর্ণফুলী নদীতে।

উল্লেখ্য, সোমবার বিকেল ৪টার দিকে কর্ণফুলীর মইজ্জারটেক এলাকার এ সুগার মিলে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমদিকে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১৪টি ইউনিট। পরে তাদের সঙ্গে আগুন নেভাতে যোগ দেয় বাংলাদেশ বিমান, নৌ ও সেনাবাহিনীর দলও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *