আন্তর্জাতিক

দিল্লির ৫০ স্কুলে বোমা হামলার হুমকি

ভারতের রাজধানী দিল্লির ৫০টি স্কুলে ছড়িয়েছে বোমা আতঙ্ক। তড়িঘড়ি বন্ধ ঘোষণা করে সরিয়ে নেয়া হয়েছে শিক্ষার্থীদের। আজ বুধবার (১ মে) সকালে বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল দেয়া হয় স্কুলগুলোতে। জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

এক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, দিল্লির চাণক্যপুরীর সংস্কৃতি স্কুল, ময়ূরবিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুলসহ নয়ডা এবং গাজিয়াবাদ মিলিয়ে কমপক্ষে ৫০টি স্কুলে এই বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

বলা হয়, বিস্ফোরক দ্রব্য রয়েছে ক্যাম্পাসে। খবর পেয়েই অভিযানে নেমেছে পুলিশ। চলছে তল্লাশি। উপস্থিত হয়েছে বিশেষজ্ঞ ইউনিট বম্ব ডিটেনশন টিম ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। পৌঁছেছে ফায়ার সার্ভিসও। তবে এখনও সন্দেহজনক কিছু মেলেনি।

দিল্লি পুলিশ জানিয়েছে, হুমকি দেয়া ইমেইলের আইপি অ্যাড্রেস বের করে চলছে অনুসন্ধান। কোথা থেকে কে বা কারা পাঠিয়েছে, তা বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে দিল্লি পুলিশ স্কুলেও দেয়া হয়েছিল একই ধরনের হুমকি। পরে বিষয়টি ভুয়া বলে প্রমাণিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *