নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নীলফামারী-সৈয়দপুর মহাসড়কে ট্রাক্টরের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজিতে থাকা আরও একজন।
বুধবার (২০ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের জোড়দরগাহ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, নওগাঁ জেলার খাস নওগাঁ এলাকার আসাদ আলী প্রামানিকের ছেলে ও নীলফামারী মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী এবং সৈয়দপুর উপজেলার বাঙালিপুর নিজপাড়া এলাকার মৃত রিয়াজ উদ্দিনের ছেলে ও জলঢাকা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের। আহত হয়েছেন শাহাবুদ্দিন নামে একজন পুলিশ সদস্য।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ সকালে সৈয়দপুর থেকে যাত্রীবাহী সিএনজিটি চারজন যাত্রী নিয়ে নীলফামারীর উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে শহরের জোড়দরগাহ এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর সিএনজিটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি।
নিহতদের মরদেহ সুরতহাল করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।