পূর্বকোণের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, থানায় জিডি
দৈনিক পূর্বকোণের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতারণা করছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পূর্বকোণ কর্তৃপক্ষ।
জিডি নম্বর- ১১১০, তারিখ- ১৫-০১-২০২৪। জিডিতে উল্লেখ করা হয়- ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে দৈনিক পূর্বকোণ পত্রিকার নাম ও লোগো ব্যবহার করে কিছু কুচক্রী ব্যক্তি ফেসবুকে আইডি/পেজ খুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এমনকি ওইসব ফেসবুক আইডি/পেজ থেকে দৈনিক পূর্বকোণ পত্রিকায় নিয়োগ দেওয়া হবে বলেও মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে।’
এরই মধ্যে কয়েকজন ব্যক্তি দৈনিক পূর্বকোণ অফিসে এসে অভিযোগ জানিয়েছেন উল্লেখ করে জিডিতে বলা হয়- ‘তাদের পূর্বকোণ পত্রিকার নিয়োগপত্র ও আইডি কার্ড দেওয়া হবে জানিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ দাবি করা হয়েছে। এছাড়া ওই ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আগ্রহী কিছু ব্যক্তিকে তাদের ফেসবুক ইনবক্সে অর্থ দাবি করা হচ্ছে।’
প্রতারক চক্রের ভুয়া বিজ্ঞাপনের প্রলোভনে পা না দেওয়ার জন্য সর্ব সাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে পূর্বকোণ কর্তৃপক্ষ।