আন্তর্জাতিক

রক্ত ও ধ্বংসের মধ্যে ভয়ংকর ক্ষুধা সংকটে গাজাবাসী: জাতিসংঘ

গাজাবাসী রক্ত ও ধ্বংসের মধ্যে ভয়ংকর ক্ষুধা সংকটে পড়বে বলে জানাল জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। উপত্যকাটিতে সাতদিন পর্যন্ত যুদ্ধবিরতি ছিল।

তখন কিছু ত্রাণসামগ্রী প্রবেশ করে। তা কিছু মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। তবে ডব্লিউএফপি বলছে, দুঃখের বিষয় হল, এই বিষয়ে যতটা এগোনো জরুরি ছিল, তা হয়নি।

সংস্থাটি বলছে, নতুন করে লড়াই শুরু হওয়ায় ত্রাণ বিতরণ করা যাচ্ছে না। সেক্ষেত্রে কর্মীদের জীবন বিপন্ন হতে পারে। সবচেয়ে বড় কথা, এর ফলে বেসামরিকরা বিপর্যয়ের মুখে পড়েছে। গাজায় ২০ লাখ মানুষের বেঁচে থাকার সম্বল হলো ত্রাণের এ খাদ্যশস্য।

ডব্লিউএফপি বলেছে, আমাদের কর্মীদের জন্য গাজা ভূখণ্ডে নিরাপদ, বাধাহীন ও দীর্ঘকালীন যাতায়াতের ব্যবস্থা চাই। তাহলেই তারা মানুষের কাছে জীবনদায়ী ত্রাণ পৌঁছে দিতে পারবে।

এটি আরও বলছে, একমাত্র দীর্ঘস্থায়ী শান্তি হলেই এ মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব। ডব্লিউএফপি তাই দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চায় এবং সমস্যার একটি রাজনৈতিক সমাধান চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *