পার্বত্য চট্টগ্রামরাজনীতি

রাঙামাটি : নির্বাচনে জামানত হারালেন দুই প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা রাঙামাটির একমাত্র সংসদীয় আসনে মোট ৩ জন প্রার্থী অংশ নিলেও দুইজনই হারিয়েছেন জামানত।

জামানত হারানো দুই প্রার্থীর একজন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট সমর্থিত অমর কুমার দে এবং অপরজন তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান।

রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খানের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, নির্বাচনে রাঙামাটি আসনে মোট ২১৩টি কেন্দ্রে অমর কুমার দে ছড়ি প্রতীক নিয়ে ৪৯৬৫ ভোট এবং মিজানুর রহমান সোনালী আঁশ প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৯৩ ভোট।

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৫০৪ ভোট।

কে হচ্ছেন পাহাড়বাসীর মন্ত্রী?

নিয়ম অনুযায়ী, কোনো আসনে প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। ফল ঘোষণার পর অমর কুমার দে ভোটে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোটের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *