চট্টগ্রামলোহাগাড়া

লোহাগাড়ায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনের মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও দোকানের সামনের অংশ উচ্ছেদ করা হয়েছে।

সোমবার ( ২৯ এপ্রিল) বিকেলে এই উচ্ছেদ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল। এ সময় মহাসড়কের পাশে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, বটতলী মোটর স্টেশনে মহাসড়কে দুই পাশে প্রভাবশালীরা অবৈধভাবে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে যে যার মতো স্থাপনা গড়ে তুলেছিলেন। মহাসড়ক ঘেঁষে এসব দোকান থাকায় যানবাহন ও জনসাধারণের চলাচলে অসুবিধা হতো। উচ্ছেদকৃত স্থানে পুনরায় যাতে দোকান না বসে সেজন্য প্রশাসনকে সজাগ থাকার অনুরোধ জানান তারা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল একুশে পত্রিকাকে বলেন, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের দুই পাশে সওজের জায়গায় গড়ে উঠা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এসময় বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারি প্রকৌশলী আবু হানিফ, লোহাগাড়া থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *