চট্টগ্রামরাজনীতি

হাইকোর্টে জামিন পেলেন চট্টগ্রামের ২৫ যুবদল নেতাকর্মী

চট্টগ্রামের ২৫ যুবদল নেতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। রাজধানীর পল্টন, ‌চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানায় পুলিশের দায়ের করা তিনটি পৃথক মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন তারা।

চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, দক্ষিণ জেলা যুবদল সভাপতি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক মো. আজগরসহ যুবদলের ২৫ নেতাকর্মী রয়েছেন এ তালিকায়।

বুধবার (১৩ মার্চ) হাইকোর্টের বিচারপ‌তি মো. নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সোহারাব হোসেন পলাশ আসামী প‌ক্ষে মামলার শুনানি ক‌রেন।

আগাম জামিন প্রাপ্ত অন্যান্য নেতাকর্মীরা হলেন, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি শাহেদ আকবর, যুগ্ম সম্পাদক জিয়াউল হুদা, যোগাযোগ সম্পাদক গাজী ফারুক, আকবর শাহ থানা যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন টুনু, সদস্য সচিব ইলিয়াস খাঁন, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মেজবাহ উদ্দিন চৌধুরী, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক এইচএম অভি, স্বেচ্ছাসেবক দল নেতা মো. হানিফ, মো. আরজু, তাজুল ইসলাম সুমন, মো. নুরু, মো. দিদারসহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *