আন্তর্জাতিক

১১৪ বছর বয়সে চিরঘুমে বিশ্বের সরচেয়ে বয়স্ক পুরুষ

হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা—বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব ছিল তাঁর দখলে। ভেনেজুয়েলার এই ব্যক্তি গতকাল মঙ্গলবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ১১৪ বছর।

স্থানীয় সরকারি কর্মকর্তা ও পারিবারিক সূত্র হুয়ান ভিসেন্টের মৃত্যুর খবর সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হুয়ান ভিসেন্টের মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্তলোকে যাত্রা করেছেন।’

হুয়ান ভিসেন্ট ১১ সন্তানের পিতা। ২০২২ সাল পর্যন্ত তাঁর ৪১ জন নাতি-নাতনি ছিল। একই সময়ে হুয়ানের নাতি-নাতনিদের সন্তানের মোট সংখ্যা ছিল ১৮। আর এ সময় তাঁর নাতি-নাতনিদের সন্তানদের ঘরেও ছিল ১২ জন ছেলে-মেয়ে।

এর আগে ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে হুয়ান ভিসেন্টের নাম গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস বুকে ওঠে। গিনেস কর্তৃপক্ষ জানায়, তখন তাঁর বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

হুয়ান ভিসেন্ট ১১ সন্তানের পিতা। ২০২২ সাল পর্যন্ত তাঁর ৪১ জন নাতি–নাতনি ছিল। একই সময়ে হুয়ানের নাতি–নাতনিদের সন্তানের মোট সংখ্যা ছিল ১৮। আর এ সময় তাঁর নাতি–নাতনিদের সন্তানদের ঘরেও ছিল ১২ জন ছেলে–মেয়ে।

পেশায় কৃষক ছিলেন হুয়ান ভিসেন্ট। তিনি টিও ভিসেন্ট নামে পরিচিত ছিলেন। ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে তাঁর জন্ম। মা–বাবার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *